শিলিগুড়ি, ২২ জুনঃ শিলিগুড়িতে বিভিন্ন দোকানে গিয়ে অনলাইন পেমেন্টের নামে প্রতারণা করছিল একটি চক্র।এই চক্রের দুজনকে হাতেনাতে ধরে ফেললো ব্যবসায়ীরা।
জানা গিয়েছে, বেশকিছুদিন ধরে শিলিগুড়ি শহরে বিভিন্ন দোকানে কয়েকজন যুবক-যুবতী গিয়ে জিনিস কেনাকেটার নাম করে অনলাইন পেমেন্টের মাধ্যমে প্রতারণা করছিল ব্যবসায়ীদের।যুবক-যুবতীরা দোকানে গিয়ে প্রথমে কেনাকাটা করতো।এরপর সেই জিনিসের পেমেন্ট তারা অনলাইনে করবে বলে জানাতো।সেই পেমেন্ট করার পাশাপাশি দোকানদারের কাছ থেকে আরও নগদ টাকা চাইতো তারা।সেই টাকাও অনলাইনে দিয়ে দেবে বলে জানাতো।পরবর্তীতে দোকানের কিউআর কোডটি অন্য কোথাও পাঠিয়ে পেমেন্ট হয়ে গিয়েছে বলে ছবি দেখিয়ে বেরিয়ে যেত তারা।পরে দেখা যেত যে দোকানদারের ব্যাঙ্কের খাতায় কোন টাকাই আসেনি।
ঠিক একইভাবে আজ হাকিমপাড়ায় পাকুরতলা মোড়ের একটি লটারির দোকানে প্রতারণা করতে পৌঁছায় দুজন।লটারি বিক্রেতা বিষয়টি বুঝতে পারেন।পরে হাতেনাতে ধরে ফেলা হয় এক যুবক ও যুবতীকে।তাদের আটক করে বেঁধে রাখা হয়।খবর দেওয়া হয় পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশকে।পুলিশ পৌঁছে দুজনকে আটক নিয়ে যায়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।