শিলিগুড়ি, ৩১ অক্টোবরঃ অনলাইন শপিং অ্যাপ থেকে খেলনা অর্ডার করে ৩০ হাজার টাকা খোয়ালেন এক যুবক।সাইবার প্রতারণার শিকার শিলিগুড়ির শক্তিগড় এলাকার বাসিন্দা অভিষেক নন্দী।
জানা গিয়েছে, অভিষেক নন্দী গত ১৩ অক্টোবর একটি অনলাইন শপিং অ্যাপের মাধ্যমে ২৮৭ টাকার খেলনা(ডলফিন)অর্ডার করেছিলেন।এরপর গত ২৭ অক্টোবর সেই জিনিস তাঁর কাছে পৌঁছায়।প্যাকেট খুলতেই দেখতে পান তাকে ভুল জিনিস পাঠানো হয়েছে।
এরপর যুবক অর্ডারটি ফেরত দিতে চাইলেও কিছু কারণবশত তা ফেরত দিতে পারেননি।এই ঘটনা এক্স হ্যান্ডেলে তুলে ধরেন যুবক।সেখানে অ্যাপের তরফে যুবককে রিপ্লাই করা হয়।সেখান থেকে যোগাযোগ করেই সাইবার প্রতারণার শিকার হন যুবক।প্রায় ৩০ হাজার টাকা খোয়া যায় তার।
ঘটনার পরই শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন যুবক।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানা।