অনলাইনে ‘মদ’ বিক্রির টোপ দিয়ে শহরে বাড়ছে প্রতারণা, মানুষকে সতর্ক করল পুলিশ কমিশনারেট

শিলিগুড়ি,১১ এপ্রিলঃ অফ শপের ছবির সাথে ফোন নম্বর।অনলাইনে পেমেন্ট করলেই ঘরে বসে মিলবে মদ।বেশ কিছুদিন ধরে এমনই কিছু ভুয়ো পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে।আর সেই ফাঁদে পা দিয়ে হাজার-হাজার টাকা খোয়াচ্ছেন সাধারণ মানুষ।


এবার শহরবাসীকে সতর্ক করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট।পুলিশের তরফে জানানো হয়েছে যে এই লকডাউনে ফের শুরু হয়েছে অনলাইন প্রতারণা।গত বুধবার চাউর হয়ে গিয়েছিল যে লকডাউনের মধ্যে ঘরে বসেই মিলবে মদ।নিকটবর্তী দোকানে অর্ডার দিলেই বাড়িতে মদ পৌঁছে দিয়ে আসা হবে।তবে কোনওভাবেই মদ কিনতে দোকানে যাওয়া চলবে না।সকাল ১১টা থেকে দুপুর ২টোর মধ্যে ফোন করে মদের অর্ডার দেওয়া যাবে।আর সেই মদই দুপুর ২টো থেকে বিকেল ৫চটার মধ্যে বাড়িতে এসে পৌঁছে দেবে সেই দোকানের কর্মীরা।

সেইসঙ্গে এমনও বলা হয়েছিল, স্থানীয় থানা থেকে নির্দিষ্ট দোকানের মালিককে পাস করাতে হবে মদের ডেলিভারি করার জন্য।একটি দোকান বা হোটেলকে সর্বোচ্চ তিনটি পাস দেওয়া হবে।সেই বিশেষ পাসে ওসি কিংবা অ্যাডিশনাল ওসির সই থাকবে।তবে শুধু অফ শপই নয়, অন শপ, হোটেল, বার, রেস্তরাঁ থেকেও মদের হোম ডেলিভারি করা হবে।


যদিও সেদিন বিকেলেই কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা জানান, এর কোনও সত্যতা নেই।তিনি বলেন, ‘এটা অসত্য খবর’।

কিন্তু কিছু অসাধু মানুষ সেই সুযোগ নিয়ে একাংশ মানুষকে ঠকিয়ে চলেছেন।সম্প্রতি সোশ্যাল সাইটে ঘুরে বেড়াচ্ছে কিছু অফ শপের ছবি।যেখানে শিলিগুড়ির বেশ কয়েকটি অফ শপের ঠিকানা এবং ফোন নম্বর দেওয়া রয়েছে।এদিকে সেই নম্বরগুলিতে ফোন করলে দেখা যাচ্ছে ফোনের অপর প্রান্ত থেকে অনলাইনে টাকা পেমেন্ট করতে বলা হচ্ছে।এদিকে টাকা পেমেন্টের পরেই দেখা যাচ্ছে পুরো বিষয়টি ভুয়ো।এই সংক্রান্ত বেশ কিছু অভিযোগ ইতিমধ্যেই পুলিশের কাছে জমা পড়েছে।এরপরই গতকাল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে সতর্ক করা হয়।

(ছবি সৌজন্যে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ফেসবুক পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet giriş