খড়িবাড়ি,২৪ এপ্রিলঃ অন্তঃসত্ত্বা প্রেমিকাকে খুনের অভিযোগে গ্রেফতার প্রেমিক। খড়িবাড়ির বাতাসির এই ঘটনা ঘিরে ব্যাপকউত্তেজনা ছড়িয়েছে।
গত শুক্রবার রাতে রেললাইনের ধার থেকে এক কিশোরীর দেহ উদ্ধার করে রেল পুলিশ।এদিকে কিশোরীর পরিবার খড়িবাড়ি থানায় কিশোরীর নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেছিল।এরপর শনিবার সোশ্যাল মিডিয়ায় কিশোরীর ছবি দেখতে পেয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে গিয়ে কিশোরীর দেহ শনাক্ত করে পরিবার। পরে কিশোরীর প্রেমিকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগের ভিত্তিতে রবিবার গভীর রাতে প্রেমিককে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়।
ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, কিশোরী অন্তঃসত্ত্বা ছিল। অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানান মৃত কিশোরীর পরিবারের সদস্যরা। সোমবার কিশোরীর দেহ বাড়িতে নিয়ে আসা হয়।
