শিলিগুড়ি,৮ মেঃ ভিড় নেই, প্রভাতফেরী নেই। সাড়ম্বরে অনুষ্ঠানও নেই। এমনভাবে রবীন্দ্রজয়ন্তী পালন এর আগেও হয়তো কোনওদিন দেখেননি শিলিগুড়িবাসী। করোনার জেরে কতো কিছুই না বদলে গিয়েছে।
শুক্রবার সকালে বাঘাযতীন পার্কের রবীন্দ্রমঞ্চে থাকা রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করেন মন্ত্রী গৌতম দেব, মেয়র অশোক ভট্টাচার্য, তৃণমূল জেলা সভাপতি রঞ্জন সরকার। শিলিগুড়ির পুরনিগমের মেয়র পারিষদ শঙ্কর ঘোষ, বরো চেয়ারম্যান নিখিল সাহানি সহ অন্যান্যরাও ছিলেন। প্রতিবার রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করা হলেও এবার লকডাউনের জন্য কিছুই নেই। শ্রদ্ধাজ্ঞাপন করেই যে যার বাড়িতে চলে যান। এভাবেই শহরের বিভিন্ন জায়গায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানানো হয়।