রাজগঞ্জ, ২ মেঃ সরকারি পরিত্যক্ত মার্কেট কমপ্লেক্স থেকে যাযাবরদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার দাবিতে বিক্ষোভ দেখাল ফাটাপুকুরের বাসিন্দারা।পথ অবরোধ করে এদিন বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে মহিলা ও শিশু সহ প্রায় ৫০ জন যাযাবরকে রাজগঞ্জ ব্লক প্রশাসনের পক্ষ থেকে ময়নাগুড়ির পানবাড়ি এলাকায় অস্থায়ী কোয়ারান্টিনে রাখার জন্য নিয়ে যাওয়া হয়।সেখানে বাসিন্দাদের বাঁধার মুখে পড়ে ফিরে আসতে হয় প্রশাসনকে।এরপর রাত ১২টা নাগাদ ফাটাপুকুরের একটি সরকারি পরিত্যক্ত মার্কেট কমপ্লেক্সে যাযাবরদের রাখা হয়।
শনিবার সকালে বিষয়টি জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা তাদেরকে অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, রাজগঞ্জের বিডিও এন সি শেরপা এবং রাজগঞ্জ থানার পুলিশ।
স্থানীয়দের বোঝানোর চেষ্টা করলেও বাসিন্দারা নিজেদের দাবিতে অনড় থাকেন। প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পরই শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়ক অবরোধ করেন বাসিন্দারা।অবশেষে বাসে করে যাযাবরদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।