রাজগঞ্জ, ২১ আগস্টঃ নাবালিকাকে গণধর্ষণ করে খুন করার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করল রাজগঞ্জ থানার পুলিশ।ধৃতরা হল রহমান আলি(৩০), বাড়ি রাজগঞ্জের প্রধানপাড়ায়, জমিরুল হক(২৮), বাড়ি শৌলমারি এবং তমিরুল হক(৩২),বাড়ি সদর ব্লকের জহুরির ডাঙ্গামারি এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১০ আগস্ট সন্ধ্যায় রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের লালস্কুল বালাবাড়ির বাসিন্দা রফিকুল ইসলামের মেয়ে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়।পরের দিনই রফিকুল ইসলাম রাজগঞ্জ থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ জানান।অভিযোগের ভিত্তিতে সিআই দীপোজ্জ্বল ভৌমিকের নেতৃত্বে ঘটনার তদন্তে নামে পুলিশ।এরপর বৃহস্পতিবার রহমান আলি,জমিরুল হক ও তমিরুল হককে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের জেরায় ধৃতরা স্বীকার করেছে যে তারা নাবালিকাকে একাধিকবার গণধর্ষণ করে ১৫ আগস্ট খুন করে একটি সেফটিক ট্যাঙ্কে ফেলে দিয়েছে।এরপর রাতেই অভিযুক্তদের নিয়ে গিয়ে প্রধানপাড়ার বাসিন্দা এক ব্যক্তির বাড়ির সেফটিক ট্যাঙ্ক থেকে নাবালিকার দেহ উদ্ধার করে পুলিশ। ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে তুলে রিমান্ডে চাওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে আজ মৃতের বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার বার্তা দেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় এবং তৃণমূলের এসসি এসটি ওবিসি সেলের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণ দাস। বিধায়ক বলেন, এটি একটি নৃশংস ঘটনা।তাই অভিযুক্তদের ফাঁসি হওয়া উচিত।