শিলিগুড়ি, ২৩ মার্চঃ স্বর্গীয় সমর চক্রবর্তীর স্মৃতির উদ্দেশ্যে শিলিগুড়ি তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ে ওপেন এয়ার শিল্পকলা প্রদর্শনী এবং চিত্র কর্মশালার আয়োজন করা হল।
রবিবার শিলিগুড়ি তরাই তারাপদ আদর্শ বিদ্যালয় প্রাঙ্গণে এই অঙ্কন প্রতিযোগিতায় আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা।
এদিনের এই অঙ্কন প্রতিযোগিতায় শিলিগুড়ির বিভিন্ন প্রান্ত থেকে চিত্রশিল্পীরা অংশগ্রহণ করে।অঙ্কনের মধ্য দিয়ে তাদের নিজের প্রতিভা তুলে ধরেন তারা।অঙ্কন প্রতিযোগিতা শেষে তাদের হাতে স্বারক তুলে দেওয়া হয়।