শিলিগুড়ি, ১৫ এপ্রিলঃ নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে পয়লা বৈশাখ।পয়লা বৈশাখে বিভিন্ন খেলার মাঠে বার পুজোর আয়োজন করা হয়েছে।এদিন শিলিগুড়ির তরাই মর্নিং ফুটবল ক্লাবের উদ্যোগে তরাই স্কুলের মাঠে ওপেন জিমের উদ্বোধন করা হল।
এদিন ফিতে কেটে ওপেন জিমের সূচনা করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।পাশাপাশি তরাই মর্নিং ফুটবল ক্লাবের সাফল্য কামনা করেন তিনি।