রাজগঞ্জ, ২৮ সেপ্টেম্বরঃ পরিবেশ প্রেমী সংস্থা ‘অপ্টোপিক’ এর তরফে ফুলবাড়ি মহানন্দা ব্যারেজে সোমবার বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হল।জানা গিয়েছে, ফুলবাড়ি ব্যারেজ চত্বরে এদিন প্রায় ২৫টি গাছের চারা রোপন করা হয়।
এই বিষয় অপ্টোপিক সংস্থার সভাপতি দীপজ্যোতি চক্রবর্তী বলেন, কয়েক বছর থেকে ফুলবাড়ি ব্যারেজ চত্বরে বৃক্ষরোপণ করা হচ্ছে। শীতের সময় এই মহানন্দা ব্যারেজে প্রচুর পরিযায়ী পাখির আনাগোনা হয়।তাদের কথা চিন্তা করে কিছু ফলের গাছ লাগানো হল।তবে গরু ছাগল নয়, মানুষের জন্যই ক্ষতি হচ্ছে গাছগুলি।তাই পরিবেশের স্বার্থে মানুষের এই ব্যাপারে আরও সজাগ হওয়া প্রয়োজন।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফাঁসিদেওয়া ব্লকের বিডিও সঞ্জু গুহ, ডিএসপি (গ্রামীণ) অচিন্ত্য গুপ্ত, ফাঁসিদেওয়ার ওসি সুজিত দাস, সন্তু দত্ত, মাখন ঘোষ,পরিমল সিংহ সহ অন্যান্যরা।