আলিপুরদুয়ার,২৫ জুনঃ নেতা হলেই হয়তো অনেক টাকা সম্পত্তির মালিক হয়ে যাবেন।কিছুক্ষেত্রে সেটা হলেও আবার কিছুক্ষেত্রে তা বিপরীত।এমন এক নেতা যিনি অর্থাভাবে পদ থেকে ইস্তফা দিয়ে বাইরে কাজের উদ্দেশ্যে যাওয়ার কথা ঘোষণা করলেন।অভাবের তাড়নায় পঞ্চায়েত সদস্য পদ থেকেই পদত্যাগ করে ভিন রাজ্যে কাজের উদ্দেশ্যে যাওয়ার ইচ্ছে প্রকাশ করলেন তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য।
আলিপুরদুয়ারের শামুকতলার এমএ পাশ পঞ্চায়েত সদস্য অমিত ভট্টাচার্য সিদ্ধান্ত নিয়েছেন ভিনরাজ্যে কাজের খোঁজে চলে যাবেন।খুব যে খুশি মনে এই সিদ্ধান্ত, তা নয়।সংসার চালাতে, উপার্জন করতে এই পথ বেছে নেওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না বলে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে জানিয়েছেন তিনি।ইতিমধ্যেই ব্লক প্রশাসনের কাছে তার ইস্তফা পত্র জমা করেছেন।তবে পদত্যাগ পত্রের নিয়মগত কিছু ত্রুটি থাকার জন্য তা এখনো গ্রহণ করেনি ব্লক প্রশাসন।সেই ঘটনাও তিনি তার ভিডিওবার্তায় তুলে ধরেছেন।নিজের পঞ্চায়েত এলাকার সমস্ত বাসিন্দার কাছে হাতজোড় করে ক্ষমা চেয়েছেন অমিত।
ইতিমধ্যেই অমিতের এই ভিডিওবার্তায় শোরগোল পড়ে গেছে গোটা এলাকায়।অথচ আশেপাশে দেখলে অন্যরকম ছবি ধরা পড়ে বহু জায়গায়।পঞ্চায়েত সদস্য হওয়ার পর অল্পদিনের মধ্যেই কাঁচা বাড়ি থেকে পাকা বাড়ি হয়েছে এমন উদাহরণ প্রচুর রয়েছে। তবে এহেন পঞ্চায়েত সদস্য রুজি রোজগারের টানে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন জানার পর তা নিয়ে শোরগোলও পড়েছে।