রাজগঞ্জ, ২৪ জুন: কড়া বিধিনিষেধে চরম অসহায় হয়ে পড়েছে ফুলবাড়ির যাযাবর পরিবারগুলি।নুন্যতম উপার্জনটুকু বন্ধ হয়ে যাওয়ায় কার্যত অনাহারে দিন কাটছে তাদের।
রাজগঞ্জের ফুলবাড়ি এলাকায় তাঁবু খাটিয়ে বসবাস করছে ১৫টি পরিবার।তবে তারা জাতিগতভাবে যাযাবর নয়।চালচুলো না থাকায় তারা যাযাবরে পরিণত হয়েছে।উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এসে তারা ফুলবাড়ি এলাকায় প্রায় ১৫ বছর থেকে বসবাস করছে।মূলত তারা কাবারি কুড়িয়ে সংসার চালাতেন।কিন্তু কড়া বিধিনিষেধে কাবারি কুড়োতে বা কোনো কাজ করতে পারছেন না।
রুনু বিবি, নাজমা বেগম সহ অন্যান্যরা বলেন, গ্রামে গ্রামে কাবারি কুড়িয়ে, কেউ আংটি বিক্রি করে কোনরকমে সংসার চালাতেন।কিন্তু এই কড়া বিধিনিষেধে পুলিশের ভয়ে সেকাজ করতে পারছেন না।কোনোরকম সরকারি সাহায্যও মেলেনি।কোনোদিন কেউ খাবার দিলে পেট ভরছে, নয়তো অনাহারেই দিন কাটছে।এই অবস্থায় তারা সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন।