অসহায় মানুষদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিল পাওয়ারগ্রিড সংস্থা

রাজগঞ্জ, ৫ এপ্রিলঃ লকডাউনের জেরে অসহায় মানুষদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিল পাওয়ারগ্রিড সংস্থা।


রবিবার বলরাম পাওয়ারগ্রিড এবং কামরাঙ্গাগুড়ি পাওয়ারগ্রিডের তরফে প্রায় ৩৫০ টি পরিবারের হাতে ১২ কেজি চাল, ২ কেজি ডাল, ৪ কেজি আলু,  ২ কেজি পেঁয়াজ,১ কেজি সরিষার তেল এবং এক প্যাকেট লবণ দেওয়া হয়।এদের মধ্যে বলরাম পাওয়ারগ্রিড থেকে ২৫০ পরিবার এবং কামরাঙ্গাগুড়ি পাওয়ারগ্রিড থেকে ১০০ পরিবারকে সাহায্য করা হয় বলে জানা গিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibomOnwin