শিলিগুড়ি, ১ ডিসেম্বরঃ অসহায় মন্টু দাসকে সাহায্যের জন্য এগিয়ে এলেন সমাজসেবী জনাব আলি।বৃহস্পতিবার মন্টু দাসের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী, শীতবস্ত্র সহ আর্থিক সাহায্য তুলে দেন জনাব আলি।
উল্লেখ্য, শিলিগুড়ি শহর সংলগ্ন লিউসিপাকুরি গ্রাম পঞ্চায়েতের তেতুলতলা গ্রামের বাসিন্দা মন্টু দাস।দীর্ঘ বহু বছর ধরে রাস্তার পাশেই দোকানে বাঁশের তৈরি ধান রাখার ডোল, চালন,কুলা সহ বিভিন্ন জিনিস বানান।প্রায় ১৩ বছর আগে দুর্ঘটনায় মন্টু বাবুর একটি পা খোয়া যায়। সেই অবস্থাতেই এখনো বাঁশের তৈরি নানান জিনিস তৈরি করে সংসার চালাচ্ছেন বছর ৬৫ এর মন্টু দাস।কিছুদিন আগে শিলিগুড়ি টাইমস-এ সেই অসহায়ের অবস্থার কথা তুলে ধরা হয়।তারপরেই তাকে সাহায্যের জন্য এগিয়ে আসেন সমাজসেবী জনাব আলি।
জনাব আলি বলেন, আমি খবরের মাধ্যমে জানতে পারি মন্টু দাস অসুবিধায় রয়েছেন।আজ তার বাড়িতে এসে চাল, ডাল,তেল মুড়ি, আলু,সয়াবিন সহ নানান খাদ্যসামগ্রী দিয়ে গেলাম।এছাড়া একটি কম্বল ও কিছু আর্থিক সাহায্য করলাম।আগামীতেও এই পরিবারটিকে সাহায্য করার পাশাপাশি অন্যান্য অসহায় মানুষদের সাহায্য করার জন্য এগিয়ে আসবেন বলে জানান তিনি।