ধূপগুড়ি,১০ জুনঃ প্রতিবন্ধী দম্পতির সাহায্যে এগিয়ে এলেন শিলিগুড়ির দুই যুবক।ধূপগুড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাসপাতালপাড়ার বাসিন্দা স্বপন সরকার ও তার স্ত্রী জয়ন্তী সরকার।স্বপন সরকার দীর্ঘদিন ধরে দৃষ্টিহীন ও তার স্ত্রী জয়ন্তী সরকার প্রতিবন্ধী।লকডাউনে দুই সন্তানকে নিয়ে অসহায় হয়ে পড়েছে তারা।এক সময় স্বপন সরকার ঝালমুড়ির ব্যবসা করে সংসার চালাতেন।সময়ের সাথে ধীরে ধীরে চোখের অবস্থা আরও খারাপ হওয়ায় বর্তমানে ভিক্ষা করেই কোনোমতে দিন চালাচ্ছেন।এদিকে বিষয়টি জানতে পেরে শিলিগুড়ি থেকে ধূপগুড়ির উদ্দেশ্যে রওনা দেয় অভিষেক ও অভিজিৎ ব্যানার্জি ওরফে চাঁদ নামে শিলিগুড়ির দুই যুবক।সেই পরিবারের সঙ্গে দেখা করে তাদের হাতে দুমাসের মতো খাদ্যসামগ্রী তুলে দেন তারা।পাশাপাশি প্রতিমাসে নিজেদের সামর্থ্য অনুযায়ী স্বপন বাবুর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন বলে প্রতিশ্রুতিও দেন তারা।
অভিজিৎ ব্যানার্জি বলেন, দূরত্ব যতই হোক না বন্ধুত্ব হোক মধুর।এদের পাশে থাকতে পেরে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে।ভবিষ্যতে যতটুকু পারবো মানুষের পাশে এইভাবে দাঁড়াবো।