শিলিগুড়ি, ২৭ এপ্রিলঃ লকডাউন অবস্থায় মানবিক বার্তা পুলিশের। বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া হল ওষুধ।
শিলিগুড়ি দেশবন্ধুপাড়ার বাসিন্দা এক ব্যক্তি। গতকাল হৃদরোগে প্রয়াত হন মা। এই অবস্থায় ব্যক্তির নিজের জন্য প্রয়োজন ছিল ওষুধের। তখনই পরিবারের সদস্যরা ১০০ ডায়াল করেন। সেখান থেকে শিলিগুড়ি থানার এস আই সজল রায়ের নম্বর দেওয়া হয়। পুলিশের সঙ্গে যোগাযোগ করেন ব্যক্তির আত্মীয় শর্মিলা দত্ত। জানান শালুগাড়ার কাছে পাওয়া যাবে ওষুধ।
সোমবার সকালে ঘটনা জানার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ ওষুধ কিনে পৌঁছে দেয় বাড়িতে। ওষুধ পেয়ে পুলিশকে ধন্যবাদ জানায় পরিবার। পেশায় স্কুল শিক্ষিকা শর্মিলা দত্ত বলেন, লকডাউনে ওষুধ কোথায় কীভাবে পাবো তা ভেবে পাচ্ছিলাম না। এরপরই পুলিশের সঙ্গে যোগাযোগ করি। তখনই জানায় আমার বাড়িতেই ওষুধ পৌঁছে দেওয়া হবে। পুলিশের প্রতি আমরা সত্যি কৃতজ্ঞ।