শিলিগুড়ি,২৪ মেঃ ‘শিলিগুড়ি টাইমস’ এর খবরের জের।সকাল হতেই অসুস্থ আকাশের পাশে শহরবাসী।
প্রসঙ্গত, শিলিগুড়ির হাতিয়াডাঙার বাসিন্দা খোকন রায়।পেশায় রাজমিস্ত্রি তিনি।লকডাউনে বন্ধ রয়েছে কাজ।এদিকে ঘরে রয়েছে ৯ বছরের অসুস্থ ছেলে আকাশ।যার কয়েকদিন আগে খাদ্যনালীতে দুটো অস্ত্রোপচার হয়েছে।এমতাবস্থায় ওষুধ কেনার পাশাপাশি দুবেলা খাবারও জোগাড় করতে পারছিলেন না খোকন বাবু।তার এই দুর্দশার কথা গতকাল শিলিগুড়ি টাইমস’এ প্রকাশিত হয়।এরপরই আজ সকালে বহু মানুষ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন খোকন বাবুর বাড়িতে যান এবং অসুস্থ আকাশের জন্য ওষুধ এবং খোকন বাবুর পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।
শুধু তাই নয় হাতিয়াডাঙা প্রাইমারি স্কুল থেকে সাড়ে সাত হাজার টাকা নগদ অর্থ তুলে দেওয়া হয় আকাশের পরিবারের হাতে।এদিন শিলিগুড়ি কমার্স কলেজের ছাত্ররা খাদ্যসামগ্রী নিয়ে পৌঁছায় আকাশের বাড়ি।এরপর পৌঁছায় “প্রচেস্টা” নামক এক স্বেচ্ছাসেবী সংস্থা।তারাও বেশকিছু খাদ্যসামগ্রী তুলে দেন আকাশের পরিবারের হাতে।পাশাপাশি হায়দারপাড়া সূর্য শিখা অর্গানাইজেশন,সূর্যনগর সমাজকল্যাণ সংস্থা,শিলিগুড়ি তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সাহায্য করা হয় আকাশের পরিবারকে।
অন্যদিকে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনগুলির পাশাপাশি আকাশের বাবা খোকন বাবু বিশেষ ধন্যবাদ জানিয়েছেন শিলিগুড়ি টাইমস’কে।