রাজগঞ্জ, ২ মেঃ অভাবের সঙ্গে লড়াই করে মাধ্যমিকে নজরকাড়া ফলাফল রাজগঞ্জের দীপজয় সরকারের। তার প্রাপ্ত নম্বর ৬৬৪। আগামীতে ডাক্তার হওয়ার ইচ্ছে তার। দীপজয়ের বাবা দীর্ঘদিন থেকে অসুস্থ। মা দর্জির কাজ করে কোনোমতে সংসার চালান। এই অভাবের সংসারে কিভাবে তার স্বপ্ন পূরণ হবে তা নিয়ে চিন্তায় রয়েছে দীপজয় ও তার পরিবারের সদস্যরা।
রাজগঞ্জ ব্লকের সুখানি গ্রাম পঞ্চায়েতের স্কুল পাড়ার বাসিন্দা মিঠুন সরকার ও দীপা সরকারের ছেলে দীপজয়। সে রাজগঞ্জ মহেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় ছাত্র । মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ৬৬৪।
দীপজয় জানায়, ভালো নম্বর নিয়ে পাশ করে খুব ভালো লাগছে। ডাক্তার হওয়ার স্বপ্ন রয়েছে। মা অনেক কষ্ট করে পড়াশোনা করাচ্ছেন ও সংসার চালাচ্ছেন। তাই সরকারিভাবে কেও বা কোনো বেসরকারি সংস্থা যদি সাহায্য করে তাহলে আমার এই স্বপ্ন পূরণ করতে পারবো।
দীপজয়ের বাবা মা জানান, ছেলের এই সাফল্যে অনেক খুশি। ছেলে ডাক্তার হতে যায়। দর্জির কাজ করেই সংসার চলে। জানিনা এই অভাবের সংসারে ছেলের ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবো কি না। যদি সরকারি ভাবো কোনো সাহায্য পাওয়া যায় তাহলে অনেক সুবিধা হবে।