শিলিগুড়ি,১১ জুনঃ অভাব-অনটনকে হারিয়ে উচ্চমাধ্যমিকে নজরকাড়া ফল শিলিগুড়ির রোহিত কুমার রাম এর।
মাটিগাড়ার বাসিন্দা রোহিত ভারতী হিন্দি হাইস্কুলের ছাত্র।৪২৬ নম্বর পেয়ে স্কুলের মধ্যে বিজ্ঞান বিভাগে তৃতীয় হয়েছে সে।ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন রোহিতের।কিন্তু আর্থিক দুরাবস্থা রোহিতের স্বপ্ন সফলে বাঁধা হয়ে দাঁড়িয়েছে।
রোহিতের বাবা বলেন, মাটিগাড়া হাসপাতাল মোড়ের সামনে জুতো সেলাই এর কাজ করেন তিনি।ছেলের সাফল্যে ভীষণ খুশি।ভবিষ্যতে ছেলে ইঞ্জিনিয়ার হতে চায়।সরকারি সাহায্য পেলে উপকৃত হব।
রোহিত জানায়, আরও ভালো ফলাফলের আশা করেছিল সে।তবুও সে খুশি।তার দাদাও বিজ্ঞান নিয়ে পড়তে চেয়েছিল।কিন্তু আর্থিক দুরাবস্থার জন্য তার দাদার স্বপ্ন পূরণ হয়নি।তাই আগামীতে আরও কঠোর পরিশ্রম করে বাবা ও দাদার স্বপ্ন পূরণ করতে চায় সে।
