শিলিগুড়ি, ৫ জানুয়ারিঃ শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ডে ওভারলোডেড ডাম্পার চলাচলের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হলেন বাসিন্দারা।
অভিযোগ, বালি ও পাথর বোঝাই ওভার লোডেড ডাম্পারগুলি সরকারি প্রজেক্টের স্টিকার লাগিয়ে রাত ৯টা বাজতেই চম্পাসারি এলাকা দিয়ে যাতায়াত করে।ওভার লোডেড হওয়ার ফলে বালি ও পাথর রাস্তায় পড়ে।যার ফলে দুর্ঘটনার শিকার হন পথচলতি মানুষ।এই নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের জানানো হলেও কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।যেকারনে আজ ডাম্পারগুলি আটকে বিক্ষোভে সামিল হন বাসিন্দারা।যার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কাউন্সিলর দিলীপ বর্মন।অন্যদিকে প্রধাননগর থানার পুলিশ এবং জংশন ট্রাফিক গার্ডের পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পরবর্তীতে এমভিআই আধিকারিক দেবর্ষি বর্মন ঘটনাস্থলে পৌঁছে কাউন্সিলরের সঙ্গে কথা বলেন।