শিলিগুড়ি,২২ ফেব্রুয়ারিঃ পুরনিগমের গাফিলতিতে হাউসিং ফর অল প্রকল্পে পাওয়া ঘর সম্পন্ন করতে পারছে না ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।অভিযোগ তুলে সরব ওয়ার্ড কাউন্সিলার রঞ্জন সরকার।
শিলিগুড়ির দুর্গাদাস কলোনীতে হাউসিং ফর অল প্রকল্পে পাওয়া ৩ টি বাড়ির উদ্বোধনে এসে এমনটাই মন্তব্য করলেন ওয়ার্ড কাউন্সিলার রঞ্জন সরকার।
রঞ্জন বাবু অভিযোগ করে বলেন, ২০ নম্বর ওয়ার্ডে হাউসিং ফর অল প্রকল্পে প্রায় ১২৫ জনকে তারা ঘর দিয়েছেন।তবে পুরনিগম থেকে সঠিকভাবে টাকা না মেলায় অসম্পূর্ণ থেকে যাচ্ছে ঘর তৈরির কাজ।বোর্ডমিটিং এ বারবার পুরনিগমকে জানানোর পরেও পুরনিগমের তহবিল থেকে টাকা আসছে না।কেন্দ্রীয় ও রাজ্য সরকারের টাকায় বাড়ি গুলি তৈরি হচ্ছে।ঘর দেওয়ার ক্ষেত্রেও নানারকম দূর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে।স্থানীয় যারা এই প্রকল্পে ঘর তৈরি করেছেন তারা জানান ঘর তৈরির সম্পূর্ন টাকা তারা এখনও পাননি, ধার-দেনা করে তারা তৈরি করেছেন ঘর, গুনতে হচ্ছে সুদ।যত টাকা ঘর করার জন্য বরাদ্দ করা হয়েছিল তার মধ্যে এখনও বেশকিছু টাকা তারা পাননি সেটা কবে পাবেন এখন সেই আশাতেই রয়েছেন তারা।
কাউন্সিলার রঞ্জন সরকার আরও জানান, ৭ দিনে এই সমস্যার সমাধান না হলে তারা পুরনিগমে ধর্নায় বসবেন।