শিলিগুড়ি,৪ জানুয়ারিঃ বিদ্যুৎ বাঁচাতে অভিনব উদ্যোগ টোটো চালকের। নিজের টোটোতেই লাগালেন সোলার সিস্টেম। আর তার মাধ্যমেই চার্জ হচ্ছে ব্যাটারি।
একটিয়াশালের বাসিন্দা ব্রজগোপাল মণী। ৪-৫ বছর ধরে টোটো চালাচ্ছেন। সম্প্রতি স্থায়ী নম্বরের নতুন টোটো কিনেছেন। কিন্তু বিদ্যুৎ বাঁচাতে টোটোতে প্রায় ২২ হাজার টাকা খরচ করে লাগিয়েছেন সোলার সিস্টেম। টোটোর উপরে বসানো সোলার প্যানেল। সেখান থেকেই চার্জ হয় টোটোর ব্যাটারি। আর একবার চার্জে টোটো চলছে প্রায় ১০০ কিলোমিটার। বিদ্যুৎ আগের তুলনার ৯০ শতাংশ কম লাগছে। খরচও কমে দাড়িয়েছে অনেকটাই। তার বক্তব্য, সোলার সিস্টেম লাগানোয় বিদ্যুৎ যেমন কম লাগছে পাশাপাশি বিদ্যুৎ খরচের টাকাও বেচেও যাচ্ছে।
তবে এখন শীতকালে রোদ কম থাকায় সামান্য বিদ্যুৎয়ে ব্যাটারি চার্জ করতে হচ্ছে ঠিকই। কিন্তু গরমের সময় সোলার সিস্টেমেই দিনভর ব্যাটারি চার্জ হয়৷ আর পরিবেশ বাঁচাতে তার উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন বহু মানুষ। রাস্তায় তাকে দেখলেই তার এই সোলার সিস্টেম লাগানো নিয়ে নানা প্রশ্ন করেন সাধারণ মানুষ।