অভিনব পন্থায় দুঃস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিলি করলেন ওষুধ ব্যবসায়ী বিজন সরকার

শিলিগুড়ি,২ মেঃ অভিনব পন্থায় খাদ্যসামগ্রী বিলি করে সকলের নজর কাড়লেন ওষুধ ব্যবসায়ী বিজন সরকার।লেকটাউনের বাসিন্দা বিজন সরকার  শনিবার দুঃস্থ মানুষের হাতে তুলে দিলেন খাদ্যসামগ্রী।তবে অন্যদের থেকে একটু আলাদা ভাবেই সামগ্রী প্রদানের ব্যবস্থা করেছিলেন তিনি। 


এদিন সকাল হতেই খাদ্যসামগ্রী নিতে লাইন দিয়েছিলেন শতাধিক মানুষ। তবে সকলেই সামাজিক দূরত্ব বজায় রেখে নিজের দায়িত্ব পালন করেছেন।অন্যদিকে খাদ্যসামগ্রী বিলির নিয়ম ছিল একটু অন্যরকম।আলাদা-আলাদা টেবিলে রাখা ছিল চাল, ডাল,সোয়াবিন, ফুলকপি,বিস্কুট, সাবান সহ আর বিভিন্ন সামগ্রী।প্রয়োজনমতো নিজে হাতে টেবিলে রাখা সেইসব খাদ্যসামগ্রী তুলে নিলেন আগত মানুষেরা।

ওষুধ ব্যবসায়ী বিজন সরকার জানান, লকডাউনের জেরে অনেকেই কাজ হারিয়েছেন।তাই দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে এমন উদ্যোগ গ্রহণ করেছেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *