রাজগঞ্জ, ১১ মার্চ: ভিন রাজ্যে পাচারের আগে কয়েক কোটি টাকার সেগুন কাঠ উদ্ধার করল বৈকুন্ঠপুর বনবিভাগের উত্তরবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্স।।ঘটনায় আটজনকে গ্রেফতার করা হয়েছে।
টাস্ক ফোর্সের প্রধান তথা বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত বলেন, গোপন সূত্রের খবরের ভিত্তিতে বুধবার ভোরে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তিনটি ট্রাক আটক করা হয়।তাতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রচুর সেগুন কাঠ।উদ্ধার হওয়া কাঠের আনুমানিক বাজারমূল্য ২ কোটি টাকা ।
এদিকে ধৃতরা জেরায় স্বীকার করেছে, কাঠগুলি নাগাল্যান্ড থেকে কলকাতা নিয়ে যাওয়া হচ্ছিল। এই কাঠ পাচারের সঙ্গে শিলিগুড়ির একটি চক্র জড়িত রয়েছে। ধৃতদের বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে।