শিলিগুড়ি, ১৬ জানুয়ারিঃ দীর্ঘদিন পরিবার ছাড়া। অবশেষে বাবার কোলে ফিরলো দুই মেয়ে।দীর্ঘদিনের আইনি লড়াইয়ের পর পাচার হয়ে যাওয়া দুই মেয়েকে ফিরে পেলেন শানু দাস।
শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে গোটা বিষয়টি জানালেন দার্জিলিং জেলা লিগ্যাল এইড ফোরামের সভাপতি অমিত সরকার।
অমিত সরকার বলেন, ২০১৬ সালে পোকাইজোতের বাসিন্দা শানু দাস অসুস্থ হয়ে ভর্তি হয়েছিলেন মেডিক্যালে।সেসময় ৪ সন্তানকে বোনের বাড়িতে রেখেছিলেন।সেখান থেকেই ২ নাবালিকা কোনোভাবে জলপাইগুড়িতে হোমে চলে যায়।শানু বাবু সুস্থ হয়ে ওই হোমে গিয়ে মেয়েদের সঙ্গে দেখাও করে আসেন।এরপর ১ নাবালিকা বিক্রি হয়ে যায় একটি পরিবারের কাছে।পরবর্তীতে সিআইডি তদন্তে নেমে জলপাইগুড়ির ওই হোম থেকে শিশু পাচারের ঘটনা সামনে আনে।গ্রেপ্তারও হয় বেশকয়েকজন। দুই শিশুও উদ্ধার হয়।
পরে দার্জিলিং জেলা লিগ্যাল অ্যাইড ফোরামের সহযোগীতা দুই মেয়েকে ফেরত পাওয়ার জন্য কলকাতা হাইকোর্টে যান শানু বাবু। এরপর তাদের দুজনকে উদ্ধার করে সেফ কাস্টেডিতে রাখা হয়।অবশেষে শুক্রবার জেলাশাসকের অফিসে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি ও ডিস্ট্রিক্ট চাইল্ড প্রটেকশন অফিসারের উপস্থিতিতে শানু দাসের হাতে তার দুই কন্যাসন্তানকে তুলে দেওয়া হয়।
এদিকে এত বছর পরে দুই মেয়েকে কাছে পেয়ে লিগ্যাল এইড ফোরামকে ধন্যবাদ জানান শানু দাস।