পাচারের আগে ১২টি গরু উদ্ধার, গ্রেফতার ১  

শিলিগুড়ি, ২৯ ডিসেম্বরঃ ফুলবাড়িতে অভিযান চালিয়ে ১২টি গরু সহ ১ জনকে গ্রেফতার করল এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।ধৃতের নাম মহম্মদ জাব্বার।


জানা গিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে ফুলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১২টি গরু উদ্ধার করে।পাচারে ব্যবহৃত পিকআপ ভ্যানটিকে আটক করে পুলিশ।গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হলেও সহকারী চালককে গ্রেপ্তার করে পুলিশ।পুলিশ সূত্রে খবর, গরু গুলিকে ইসলামপুর থেকে রাজগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছিল।মঙ্গলবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomcasibomOnwincasibom girişcasibombaywingrandpashabet girişholiganbet