আলিপুরদুয়ার, ১৭ অক্টোবরঃ পাচারের আগে প্রচুর পরিমাণে অবৈধ মদ উদ্ধার করল আলিপুরদুয়ার জেলা আবগারি দপ্তর।ঘটনায় গ্রেফতার ২।
জানা গিয়েছে, একটি ১৬ চাকার লরিতে করে মদ অসমের তিনসুকিয়া থেকে দিল্লিতে পাচারের উদ্দেশ্যে ছিল।এই খবরের পেয়েই আলিপুরদুয়ার জংশন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মদ উদ্ধার করে জেলা আবগারি দপ্তর।প্লাই বোর্ডের আড়ালে মদ পাচার করা হচ্ছিল বলে জানা গিয়েছে।লরি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট ৫,৩১৭ লিটার মদ।যার বাজার মূল্য প্রায় ৫৫ লক্ষ টাকা।ঘটনায় লরি চালক ও সহকারী চালককে গ্রেফতার করা হয়।গোটা ঘটনার তদন্ত শুরু করছে আবগারি দপ্তর।