নকশালবাড়ি, ২৯ ডিসেম্বরঃ তুষের বস্তার আড়ালে মালবাহী লরিতে করে মহিষ পাচারের আগে ২ জনকে গ্রেফতার করলো নকশালবাড়ি থানার পুলিশ।উদ্ধার হয়েছে ৪০টি মহিষ।
পুলিশ সূত্রে খবর, লরিতে মহিষ পাচার হবে এই খবর পেয়ে সাতভাইয়া মোড়ে নাকা তল্লাশি চালানো হয়।সেইসময় আটক করা হয় একটি লরি।সেই লরিতে তুষের বস্তা আড়লে মহিষ পাচার করছিল ধৃতরা।তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৪০টি মহিষ। ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।ধৃতদের নাম জাহিরুল ইসলাম ও মফিজুল শেখ।দুজনই অসমের বাসিন্দা।
মহিষগুলি বিহার থেকে আলিপুরদুয়ার হয়ে বাংলাদেশে পাচারের ছক ছিল।আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।এই ঘটনায় আরও কারা জড়িত তার তদন্তে পুলিশ।