আলিপুরদুয়ার, ১৮ মেঃ পাচারের আগে শাল কাঠের লগ উদ্ধার।
জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলার কুমারগ্রামের দিক থেকে চোরাই কাঠ নিয়ে বারবিশার দিকে আসছিল শাল কাঠের লগ বোঝাই একটি মারুতি গাড়ি।সেইসময় কুমারগ্রাম রোড়ে টহলদারি পুলিশ ভ্যান দেখে গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে গাড়িটি।এরপর বারবিশা বটতলায় ভলকা রেঞ্জের সামনে কাঠ বোঝাই গাড়ির পেছনের চাকা খুলে যায়।পালিয়ে যায় পাচারকারীরা।পরবর্তীতে বারবিশা ফাঁড়ির পুলিশের সহায়তায় বনকর্মীরা কাঠগুলি উদ্ধার করে।
বনদপ্তর সূত্রে খবর, উদ্ধার হওয়া কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৫ হাজার টাকা।গোটা ঘটনার তদন্তে বনদপ্তর।