পাচারের আগে বিপুল পরিমাণ সাপের বিষ উদ্ধার, ধৃত ৩

ফাঁসিদেওয়া, ২৮ ফেব্রুয়ারিঃ বিপুল পরিমাণ সাপের বিষ পাচারের আগে গ্রেফতার হল ৩ পাচারকারী।ধৃতরা হল মহম্মদ শাহানেওয়াজ, তৌহিদ আলম ও মহম্মদ আজমল।উত্তর দিনাজপুরের ইসলামপুরের বাসিন্দা।


জানা গিয়েছে, মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে কার্শিয়াঙ ডিভিশনের বাগডোগরা বনদপ্তর ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ফাঁসিদেওয়ার বিধাননগরের মুরালিগঞ্জে মহানন্দা সেতুতে একটি চারচাকার গাড়ি ও একটি স্কুটি আটক করে।এরপর বাংলাদেশের খবরের কাগজ দিয়ে মোড়া দুটি কাঁচের জার থেকে ৩ কেজি ৭৯৮গ্রাম সাপের বিষ উদ্ধার হয়।সাপের বিষ হাত বদলের আগেই গ্রেফতার করা হয় ৩ পাচারকারীকে।

ধৃতদের বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।এই বিষয়ে বাগডোগরার রেঞ্জার জানান, দুটি কাঁচের জারে সাপের বিষ ছিল।গোপন সূত্রে খবরের ভিত্তিতে এই সাফল্য পাওয়া গিয়েছে।বাংলাদেশ থেকে এই সাপের বিষ নিয়ে আসা হয়েছিল।হাতবদলের আগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywingrandpashabet girişcasibom girişcasibom girişdeneme bonusuCASİBOM GÜNCELcasibom