খড়িবাড়ি, ১১ ফেব্রুয়ারিঃ পাচারের আগে মহিষ সহ ১ জনকে গ্রেফতার করলো খড়িবাড়ি থানার পুলিশ।উদ্ধার হয়েছে ২৯টি মহিষ।
গোপন সূত্রে খবর পেয়ে খড়িবাড়ির বাতাসি সংলগ্ন এলাকায় একটি লরিকে আটক করে খড়িবাড়ি থানার পুলিশ।লরিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২৯টি মহিষ।উদ্ধার হওয়া মহিষের কোন বৈধ নথী না থাকায় লরিটিকে বাজেয়াপ্ত করা হয়।গ্রেফতার করা হয় লরির চালককে।ধৃতের নাম হাবিবুল রহমান।উত্তর দিনাজপুরের ডালখোলার বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, মহিষগুলি বিহার থেকে বাংলাদেশের উদ্দেশ্য পাচারের ছক ছিল।আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।গোটা ঘটনার তদন্তে খড়িবাড়ি থানার পুলিশ।