ফুলবাড়ি, ২১ ডিসেম্বরঃ ফের গরু পাচার রুখে দিল পুলিশ।পাচারের আগে ২৭টি গরু উদ্ধার করলো এনজেপি থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের ফুলবাড়ি চুনাভাটি এলাকায় অভিযান চালিয়ে একটি কনটেনার আটক করে ২৭টি গরু উদ্ধার করা হয়। কনটেনারে করে গরু গুলি বিহার থেকে অসমের উদ্দেশ্য নিয়ে যাওয়া হচ্ছিল।
পুলিশ দেখেই গাড়ি ছেড়ে পালিয়ে যায় গাড়ির চালক ও সহকারী চালক।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।