পাচারের আগে উদ্ধার ৫৪টি মহিষ! গ্রেফতার ২

ফাঁসিদেওয়া, ৩১ জানুয়ারিঃ ফের মহিষ সহ গ্রেফতার ২।জাতীয় সড়কে নাকা তল্লাশিতে দুটি কনটেনার থেকে ৫৪টি মহিষ উদ্ধার করলো ফাঁসিদেওয়ার ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ।


জানা গিয়েছে, বিহার থেকে অসম হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল মহিষ গুলি। নাকা তল্লাশিতে দুটি কনটেনার আটক করে পুলিশ।সেই কনটেনার থেকে উদ্ধার হয় ৫৪টি মহিষ।মহিষ বৈধ কাগজ দেখাতে না পারায় গ্রেফতার করা হয় দুজনকে।ধৃতরা হল মহম্মদ নাসির ও মহম্মদ মনিস।উত্তরপ্রদেশের বাসিন্দা।

ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।গোটা ঘটনার তদন্তে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *