ফাঁসিদেওয়া, ২৬ সেপ্টেম্বরঃ পাচারের আগে দুটি ট্রাক থেকে ১৫ টি গরু, ১৫টি মহিষ ও ১০ টি বাছুর সহ তিনজনকে গ্রেফতার করল ফাঁসিদেওয়ার বিধাননগর থানার পুলিশ।
জানা গিয়েছে, বিধাননগরের মুরলিগঞ্জ চেকপোস্টর সামনে রাতে নাকা চেকিং করার সময় সন্দেহের জেরে দুটি ১৭ চাকার ট্রাক আটক করা হয়।এরপর তল্লাশি চালাতেই উদ্ধার হয় গরু, মহিষ ও বাছুর।বৈধ কাগজপত্র দেখাতে না পারায় দুটি গাড়ির চালক ও সহকারী চালককে গ্রেফতার করে পুলিশ।ধৃতদের শিলিগুড়ি মহাকুমা আদালতে পাঠানো হয়েছে।