শিলিগুড়ি, ৬ অক্টোবরঃ পাচারের আগে উদ্ধার ৬৪টি গরু- মোষ।ঘটনায় গ্রেফতার ৩।ধৃতদের নাম মহম্মদ মহবুল, গঙ্গা রায় এবং মহম্মদ মকিম।মহম্মদ মহবুল, গঙ্গা রায় বিহারের বাসিন্দা এবং মহম্মদ মকিম উত্তর দিনাজপুরের বাসিন্দা।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে যে বিহার থেকে একটি পিকআপ ভ্যান ও দুটি ট্রাকে গরু- মোষ পাচারের উদ্দেশ্যে অসমে নিয়ে যাওয়া হচ্ছে।সেই খবরের ভিত্তিতে মঙ্গলবার ফুলবাড়ি টোল প্লাজায় ঘাটি গাড়ে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।বিকেলে আটক করা হয় একটি পিকআপ ভ্যান।সেই গাড়ি থেকে উদ্ধার হয় ৮টি গরু।অন্যদিকে দুটি ট্রাক থেকে উদ্ধার হয় ৫৬টি মোষ।ঘটনায় গ্রেফতার করা হয় ৩ জনকে।
ধৃতরা দির্ঘদিন ধরেই এই কর্মকান্ডের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে।তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বিভিন্ন থানায়।বুধবার ধৃত ৩ জনকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।