ফাঁসিদেওয়া, ৩ এপ্রিলঃ ফাঁসিদেওয়ায় ফের মহিষ পাচার! ঘোষপুকুর ফুলবাড়ি বাইপাসে অভিযান চালিয়ে ৫০টি মহিষ উদ্ধার করলো ফাঁসিদেওয়া থানার পুলিশ।
জানা গিয়েছে, সোমবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে ঘোষপুকুর ফুলবাড়ি বাইপাসে দুটি কনটেনার আটক করা হয়।তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৫০টি মহিষ।ঘটনায় তিনজনকে গ্রেফতার করে পুলিশ।ধৃতরা হল সাকিম আহমেদ(৫১) মহম্মদ সাব্বির ও সানু।ধৃতরা উত্তর প্রদেশের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া মহিষ বিহার থেকে অসমে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।