নকশালবাড়িতে পাচারের আগে ৮টি গরু উদ্ধার করলো এসএসবি

নকশালবাড়ি, ৭ অক্টোবরঃ নকশালবাড়ির ভারত-নেপাল সীমান্তে এসএসবির অভিযানে উদ্ধার ৮টি গরু।


রবিবার রাতে নকশালবাড়ির বড় মনিরাম জোতে নেপাল থেকে গরু পাচার করছিল পাচারকারীরা। সীমান্তে টহলদারির সময় এসএসবি ৮ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের নজরে আসতেই পাচারকারীদের আটক করতে গেলে গরু ছেড়ে পালিয়ে যায় পাচারকারীরা।

পরে ৮টি গরুকে উদ্ধার করে নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি।গোটা ঘটনার তদন্তে পুলিশ।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *