ফুলবাড়ি, ১৪ জুনঃ পাচারের আগে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করলো এনজেপি থানার পুলিশ।ঘটনায় গ্রেফতার ১।
জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফুলবাড়ি-গজলডোবার ক্যানেল রোডের ছোবাভিটা এলাকায় অভিযান চালিয়ে একটি ছোট্ট মালবাহী গাড়ি থেকে ৭২ কিলো ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।ফলের আড়ালে গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল।এই ঘটনার গাড়ির চালককে গ্রেফতার করা হয়।ধৃতের নাম দীপক কাপুর।কোচবিহার জেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাঁজা গুলি কোচবিহার থেকে মালদায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য সাড়ে ৭ লক্ষ টাকা।ধৃতকে আগামীকাল আদালতে তোলা হবে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।