রাজগঞ্জ,১৩ এপ্রিলঃ পাচারের আগে বিলুপ্ত প্রায় প্যাঙ্গোলিন সহ দু’জনকে গ্রেফতার করলো বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা।
বুধবার সন্ধ্যায় শিলিগুড়ির জলপাইমোড় থেকে গ্রেফতার করা হয় তাদের।ধৃতদের কাছ থেকে একটি জীবন্ত প্যাঙ্গোলিন উদ্ধার করা হয়।ধৃতরা হলেন নন্দু মুখিয়া ও অমৃত প্রধান।দুজনই দার্জিলিংয়ের বাসিন্দা বলে জানা গিয়েছে।
বনদপ্তর সূত্রে খবর, এই প্যাঙ্গোলিনটিকে শিলিগুড়ি হয়ে নেপালে পাচার করা হচ্ছিল।ধৃতদের আজ জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়।

