কালচিনি,২১ মেঃ পাচারের আগে লক্ষাধিক টাকার সেগুন কাঠ উদ্ধার করল হ্যামিলণ্টণগঞ্জ রেঞ্জের বনকর্মীরা।যদিও এখনও পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।
জানা গিয়েছে, বৃহস্পতিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে কালচিনি ব্লকের লতাবাড়ি পিএমজি এলাকায় অভিযান চালায় হ্যামিলণ্টণগঞ্জ রেঞ্জের বনকর্মীরা।এরপর সেখান থেকে ৪০ সিএফটি সেগুন কাঠ উদ্ধার করে বনকর্মীরা।এদিকে বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পাচারকারীরা।
বনদপ্তর সূত্রে খবর, উদ্ধার হওয়া সেগুন কাঠের আনুমানিক বাজার মুল্য লক্ষাধিক টাকা।গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।