শিলিগুড়িতে ব্রাউন সুগার সহ গ্রেফতার ৩, মাদক পাচারকারীদের ধরতে তৎপর পুলিশ

শিলিগুড়ি,২৮ অক্টোবরঃ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলিগুড়িতে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার উদ্ধার করল শিলিগুড়ি থানার পুলিশ।


গত ২৫ অক্টোবর গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির জলপাইমোড় এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি থানার পুলিশ।সেইসময় একটি চারচাকার গাড়ি আটক করা হয়।সেই গাড়িটির মধ্যে থেকে একটি দুই কেজি ওজনের রসুন ভর্তি ব্যাগ উদ্ধার হয়।যার মধ্যে লুকোনো ছিল প্রায় এক কেজি ব্রাউন সুগার।যা উদ্ধার করে শিলিগুড়ি থানার পুলিশ।ঘটনায় তিনজনকে গ্রেফতার করে পুলিশি হেপাজতে নেওয়া হয়।

ধৃতদের নাম নুর আলম, মহম্মদ সায়িম, খাইরুল নেসা।ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে মালদা থেকে এই ব্রাউন সুগার শিলিগুড়িতে নিয়ে আসা হয়েছিল।শিলিগুড়িতে অন্য কোনও জায়গায় এটি পাচার করা হত।ইতিমধ্যেই শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে মালদা জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করে আরও কে কে এই মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত রয়েছে সেই ব্যাপারে সন্ধান চালানো হচ্ছে।


প্রসঙ্গত, গত কয়েকমাসে শিলিগুড়ির বিভিন্ন থানা এলাকায় বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার হয়েছে।যা শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায় পাচারের জন্য নিয়ে আসা হয়েছিল।আজ শিলিগুড়ি থানায় সাংবাদিক বৈঠকে ডিসিপি জয় টুডু জানান,ধৃতদের পুলিশি হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।আরও বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।মূলত তরুণ প্রজন্ম এই ব্রাউন সুগার কিনছিল বলে পুলিশ জানতে পেরেছে।গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *