ফাঁসিদেওয়া, ২১ সেপ্টেম্বরঃ বাংলাদেশী গরু পাচারকারীকে আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার ফাঁসিদেওয়ার যুবক।ধৃতের নাম মহম্মদ তারিবুদ্দীন।
জানা গিয়েছে, পয়লা সেপ্টেম্বর গরু পাচারের সঙ্গে যুক্ত বাংলাদেশী যুবক নয়ন আলিকে গ্রেফতার করে ফাঁসিদেওয়া পুলিশ।ধৃতকে আদালতে তোলার পর ৭ দিনের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হয়।পুলিশের জেরা থেকে উঠে আসে বিভিন্ন তথ্য।
এরপরই ধৃত বাংলাদেশের যুবককে আশ্রয় দেওয়ার অভিযোগে মহম্মদ তারিবুদ্দীনকে গ্রেফতার করে পুলিশ।ধৃতকে মঙ্গলবার শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে।