পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন বীরভূমের চিকিৎসক সুশোভন বন্দোপাধ্যায়।শনিবার রাতে ভারত সরকারের তরফে বিষয়টি জানানো হয়।
ডঃ সুশোভন বন্দ্যোপাধ্যায়ের বাড়ি বোলপুরের হরগৌরীতলায়। গ্রামের গরীব মানুষদের স্বাচ্ছন্দ্য যাতায়াত ছিল সুশোভন বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে।মাত্র ১ টাকার বিনিময়ে মানুষদের চিকিৎসা করতেন সুশোভন বাবু।আজ চল্লিশ বছরের বেশী সময় ধরে তিনি ‘এক টাকার ডাক্তার’ বলেই সাধারণ মানুষের কাছে পরিচিত।৫৬ বছর ধরে ১ টাকার বিনিময়ে রোগী দেখছেন তিনি।
প্রসঙ্গত, ১৯৬২ সালে সুশোভনবাবু এম বি বি এস পাশ করেন। ১৯৬৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডি এস সি ( গোল্ড মেডালিস্ট)। তাঁর বিষয় ছিল হেমাটোলজি। তিনি ছিলেন শেফিল্ডের সিনিওর রেজিস্ট্রার এবং সিনিওর ইনচার্জ। তখন তাঁর বার্ষিক বেতন ছিল ষোলো হাজার পাউণ্ড। এরপর ১৯৭৮ সালে শেফিল্ড থেকে চাকরী ছেড়ে বিশ্বভারতীতে যোগদান করেন ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার হিসেবে। পরে সেটাও ছেড়ে দিয়ে গ্রামের অসহায় মানুষের জন্য চেম্বার খুলে বসেন। আজ রোগীরাই সুশোভনবাবুর একমাত্র পরিবার।তাদের জন্য তিনি অপেক্ষায় থাকেন।