কোচবিহার,২৬ জানুয়ারিঃ পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন উত্তরবঙ্গের গৌরব ডাঃ ধর্মনারায়ণ বর্মা।কোচবিহার জেলার তুফানগঞ্জ ২ ব্লকের বারোকোদালী ১ গ্রাম পঞ্চায়েতের হরিপুর গ্রামে বাড়ি ডাঃ ধর্মনারায়ণ বর্মার।
১৯৩৫ সালের ১০ নভেম্বর জন্ম তাঁর।তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল উচ্চ ইংরেজি বিদ্যালয় থেকে ১৯৫১ সালে মেট্রিকুলেশন পাশ করেন তিনি।এরপরেই কোচবিহার ভিক্টোরিয়া কলেজ যা বর্তমানে কোচবিহার এবিএন শীল কলেজ নামে পরিচিত সেখান থেকে আই এ এবং বিএ পাশ করেন।১৯৫৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃতে এম এ করেন।সেখানে কিছুদিন শিক্ষকতা করার পর ফিরে আসেন তুফানগঞ্জে।তুফানগঞ্জে এসেই কামতাপুরি ভাষায় গবেষনা শুরু করেন তিনি।ভাষা গবেষনাতেই তাঁর পরিচিতি বাড়তে থাকে।গবেষক এবং লেখক হিসাবে যথেষ্ট সুনাম অর্জন করেন ডাঃ ধর্মনারায়ণ বর্মা।তাঁর প্রথম বই ছিল মহারাজা নরনারায়ণ।
পদ্মশ্রী সম্মানে ভূষিত হওয়ায় খুশি উত্তরের রাজবংশী সম্প্রদায় থেকে শুরু করে সমস্ত উত্তরবঙ্গের মানুষ।এই প্রথম রাজবংশী সম্প্রদায়ের গবেষক পদ্মশী পাওয়ায় খুশি সকলে।
মঙ্গলবার সকাল থেকে তাকে সংবর্ধনা জানাতে প্রচুর মানুষ তাঁর বাড়িতে ভিড় জমান।তবে বয়সের ভারে বর্তমানে তিনি অসুস্থ রয়েছেন।বলেন,‘এই সম্মান পেয়ে অনেকটাই খুশি আমি।নিজের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য এগিয়ে এসেছিলাম।মনে হচ্ছে আজকে এই সম্মান পেয়ে সেটা সফল হয়েছে’।