জলপাইগুড়ি, ৫ জুনঃ করোনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এবারে জলপাইগুড়ি জেলার ৮০ গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারে নামছে পদ্মশ্রী করিমুল হক।
প্রসঙ্গত, জলপাইগুড়ি জেলায় কোয়ারেন্টাইন সেন্টার করা, পরিযায়ী শ্রমিকরা ঘরে ফেরাকে কেন্দ্র করে বিভিন্ন সময় এলাকায় বিক্ষোভ দেখাচ্ছেন বাসিন্দারা।এছাড়াও করোনা নিয়ে সাধারাণ মানুষের মধ্যে সচেতনার অভাবে প্রায়ই সমস্যায় পড়তে হচ্ছে প্রশাসনিক কর্মীদের। এই কারণেই জলপাইগুড়ি জেলা পরিষদের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন করতে পদ্মশ্রী করিমুল হক কে প্রচারে নামার আবেদন করা হয়।সেই আবেদনে সাড়া দিয়ে এগিয়ে আসেন তিনি।
জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলার মোট ৮০ গ্রাম পঞ্চায়েতের সমস্ত গ্রাম পঞ্চায়েত প্রধান, স্থানীয় বিডিও দের সঙ্গে নিয়ে করোনা মোকাবিলায় সচেতনতা প্রচারে নামবেন করিমুল হক।ইতিমধ্যেই এই নিয়ে জলপাইগুড়ি জেলা পরিষদের সহ সভাধিপতি দুলাল দেবনাথের সঙ্গে বৈঠকও করেন করিমুল হক।
করিমুল হক বলেন, করোনা মোকাবিলায় সমস্ত মানুষকে এগিয়ে আসতে হবে।তা না হলে সমস্যা আরও বাড়বে।