রাজবংশী ভাষায় রামায়ণ অনুবাদের জন্য পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন শিলিগুড়ির নগেন্দ্রনাথ রায়, খুশির হাওয়া শহরে   

শিলিগুড়ি, ২৭ জানুয়ারিঃ রাজবংশী ভাষায় করেছেন রামায়ণ অনুবাদ।যার জন্য পদ্মশ্রী সম্মান পাচ্ছেন শিলিগুড়ির নগেন্দ্রনাথ রায়।খুশির হাওয়া শহরে।   


নগেন্দ্রনাথ রায় পাথরঘাটা ভুবনজোত প্রাথমিক স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক।শিলিগুড়ির শিবমন্দির চৈতন্যপুর এলাকার বাসিন্দা তিনি।রাজবংশী ভাষায় রামায়ণ অনুবাদ করার জন্যই পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হবেন তিনি।কিন্তু সাত খণ্ডের সেই রামায়ন এখনও প্রকাশ হয়নি।আগামী পয়লা বৈশাখ রাজবংশী ভাষার রামায়ণ প্রকাশ করার পরিকল্পনা করেছিলেন।তার আগেই মিলছে স্বীকৃতি।এছাড়াও ২০১১ সালে শিক্ষারত্ন পুরস্কার পেয়েছিলেন নগেন্দ্রনাথ রায়।

শনিবার সন্ধ্যায় নগেন্দ্রনাথ বাবুর কাছে মাটিগাড়া নকশালবাড়ির বিধায়কের ফোন আসে।বিধায়কই জানান যে তিনি পদ্মশ্রী পুরস্কার পেতে চলেছেন।এই কথা শুনে স্তম্ভিত হয়ে যান নগেন্দ্রনাথ বাবু।এরপর নগেন্দ্রনাথ রায়ের বাড়িতে গিয়ে তাকে সংবর্ধনাও জানান বিধায়ক।এরপর প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও তাকে ফোন করে শুভেচ্ছা জানানো হয়। নগেন্দ্রনাথ বাবুর পদ্মশ্রী সম্মান পাওয়ার খবর প্রকাশ্যে আসতেই বাড়িতে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন বিভিন্ন মহলের মানুষ।


 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *