শিলিগুড়ি, ১১ ডিসেম্বরঃ নির্বাচনে নিজেদের আধিপত্য বিস্তার করতে পাহাড়কে হাতিয়ার করে নিজেদের ভোট ব্যাঙ্ক গোছাতে দেখা গিয়েছিল বিজেপিকে,এবার সেই পথই অনুসরণ করতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।বিভিন্ন মামলা থাকা সত্বেও কিভাবে প্রকাশ্য ফের বিমল গুরুং এর আবির্ভাব ও প্রশাসনিক কর্তাদের ছত্রছায়ায় প্রকাশ্য জনসভা বা পাহাড়ে ফেরা, সেই নিয়ে রাজ্যে রাজনিতীতে শুরু হয়েছে জোর সমালোচনা।
রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর এর সম্পূর্ণ দায় চাপিয়ে দেন শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য।শুক্রবার একটি সাংবাদিক বৈঠক করে অশোক ভট্টাচার্য বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নিজের ভোট ব্যাঙ্ক ঠিক রাখতে বিমল গুরুংকে দিয়ে বাংলাকে ভাগ করতে চাইছে।তাইতো দেশদ্রোহী মামলা থাকা সত্বেও বিমলকে পাহাড়ে ফেরাতে আগ্রহী হয়েছেন মুখ্যমন্ত্রী।বিমল গুরুং ও মুখ্যমন্ত্রীর মধ্য কি চুক্তি হয়েছে তা প্রকাশ্য আনার দাবি জানিয়েছেন তিনি।
পাশাপাশি রাজ্যের পুরনিগম ও মহকুমা পরিষদ গুলিতে নির্বাচন করানোর দাবিও জানান অশোক ভট্টাচার্য।