শিলিগুড়ি, ৯ অক্টোবরঃ আগামী ১২ অক্টোবর পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের জন্য ডাকা হয়েছে ত্রিপাক্ষিক বৈঠক।আজ দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত।ত্রিপাক্ষিক বৈঠক পাহাড়-তরাই-ডুয়ার্স মানুষের জন্য খুশির খবর।এই বৈঠক সফল হবে বলেই আশা প্রকাশ করেন তিনি।
অন্যদিকে পাহাড়ের বেশকিছু নেতাকে কটাক্ষ করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রক যে বৈঠক ডেকেছে তা জিটিএ এর জন্য নয়, পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের জন্য।এই বৈঠকে তাদেরকেই ডাকা হয়েছে যারা ভারতের সংবিধানের প্রতি বিশ্বাস রাখেন এবং পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান চান।তিনি আরও বলেন, এই বৈঠকের জন্য তিনি ও তার দল নিঃস্বার্থভাবে কাজ করেছেন যাতে বৈঠক ইতিবাচক হয়।
অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীকেও এদিন একহাতে নেন তিনি।বলেন, দুবার বিধায়কের নির্বাচন লড়ে আইনিভাবে এবারে মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছেন তিনি।তার জন্য আমি তাকে শুভেচ্ছা জানাই।