দার্জিলিং, ১ জুলাইঃ মনিপুরে ভুমি ধসে মৃত পাহাড়ের গোর্খা জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামীকাল থেকে পাহাড়ে বিজয় মিছিল স্থগিত রাখার আবেদন জানালেন গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা।
অনিত থাপা বলেন, মণিপুরে ভুমি ধসে যে ভাইয়েরা মারা গেছেন তারা আমাদের।তাদের মৃত্যুতে আমাদের খুশি উদযাপন করা ঠিক নয়।বিজয় উৎসব আগামীকাল থেকে স্থগিত করার আবেদন করছি।মৃতের পরিবারের পাশে থাকার ও সহযোগিতা করার আবেদনও করেন তিনি।