দার্জিলিং, ৩ জানুয়ারিঃ দার্জিলিং এবং কালিম্পঙে সকালে বৃষ্টির পর তাপমাত্রার পারদ নেমেছে অনেকটাই।এরফলে ঠাণ্ডার প্রকোপ অনেকটাই বেড়ে গিয়েছে।এর পাশাপাশি সমতলের এলাকাগুলি সহ শিলিগুড়িতেও সকাল থেকে ঠান্ডা বেড়েছে।সকাল থেকেই পাহাড় সহ সংলগ্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে।এরফলে সাধারণ মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন।
সূত্রের খবর, সিকিমের বিভিন্ন এলাকায় তুষারপাত শুরু হয়েছে।তবে তুষারপাত ও ঠাণ্ডা আবহাওয়ায় খুশি পর্যটকেরা।